মাদ্রাসার সংক্ষিপ্ত ইতিহাস

আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন। ওয়াস্ সালাতু আস্ সালামু আ‘লা নাবিয়্যিল কারিম। ওয়া আ‘লা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান্নাসি আজমাঈন।

আলাদাদপুর রাব্বানিয়া ফাজিল  মাদরাসা একটি যুগশ্রেষ্ঠ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। দেশের দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে ইসলামী ও আধুনিক শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে ইসলামী আদর্শের বুনিয়াদে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। ইসলামী জীবনদর্শন, সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধ, অর্থনীতি, সমাজনীতি ও আন্তর্জাতিকবাদের সম্যক ধারণা দিয়ে মুসলিম সন্তানদেরকে আদর্শ নাগরিক রূপে গড়ে তোলা, বিশেষ করে নৈতিক অবক্ষয় থেকে তরুন সমাজকে রক্ষা করে চারিত্রিক উৎকর্ষ ও মূল্যবোধ তৈরীর বাস্তব উদ্যোগই হচ্ছে- “আলাদাদপুর রাব্বানিয়া ফাজিল  মাদরাসা”।
১৯৬০ সালের একটি ঐতিহাসিক মূহুর্তে মাদরাসাটির শুভ যাত্রা শুরু হয়। কালের বিবর্তনে মহান আল্লাহ্‌র মেহেরবাণীতে আজ তা পত্র-পল্লবে সুশোভিত হয়ে বিরাট মহীরূহে পরিণত হয়েছে।

যুগের চাহিদার সাথে সংগতি রেখে দাখিল স্তরে বিজ্ঞান ও আলিম স্তরে আইসিটি বিভাগ চালু করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত সকল পরীক্ষায়  আলাদাদপুর রাব্বানিয়া ফাজিল মাদরাসার সাফল্য উল্লেখযোগ্য।

© All rights reserved © 2023 Aladadpur Rabbania Fadil Madrasah
Design & Developed BY M Rahman 01881502744