বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ঐতিহ্যবাহী “জয়পুর দাখিল মাদ্রাসাআলাদাদপুর রাব্বানিয়া ফাজিল মাদ্রাসা।” অত্র এলাকার একটি স্বনামধন্য ইসলামী বিদ্যাপীঠ। এখানে ইসলামী শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক গুণাবলী ও দক্ষতা অর্জনের সুব্যবস্থা রয়েছে। সুদীর্ঘকাল ধরে ইসলামের সুমহান আদর্শ প্রচারে এই মাদ্রাসার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। নানাবিধ প্রতিকূলতা মাড়িয়ে প্রতিষ্ঠানটি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থায় দুটি ধারা বেশ লক্ষণীয়। একটি হলো সাধারণ শিক্ষা এবং অপরটি হলো দ্বীনি শিক্ষা বা ধর্মীয় শিক্ষা। প্রত্যেক মুসলমানের জন্য ধর্মীয় শিক্ষা কে ফরজ বা আবশ্যক করা হয়েছে। আমরা শিক্ষার্থীদেরকে এমন মানুষ হিসেবে গড়ে তুলতে চাই যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। আধুনিক সভ্যতার এ যুগে একজন শিক্ষার্থীকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার সাথে আধুনিক তথ্য ও প্রযুক্তির জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। অত্র প্রতিষ্ঠানটি সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে। একটি মান সম্পন্ন ওয়েবসাইট চালুকরণ তার একটি অংশ মাত্র। ম্যানেজিং কমিটির সুষ্ঠ তদারকি, অধ্যক্ষ মহোদয়ের পরিচালনায় এবং একঝাক মেধাবী শিক্ষকদের আন্তরিক পাঠদানের মাধ্যমে বিভিন্ন পাবলিক পরীক্ষায় সন্তোষজনক ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি এলাকার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
মাদ্রাসার সুনাম-সুখ্যাতি রক্ষায় এলাকার সুধীজন, শুভানুধ্যায়ী এবং অভিভাবকদের আন্তরিক পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করছি। মাদ্রাসার নিজস্ব ওয়েবসাইট চালু হওয়ায় অধ্যক্ষ সাহেব সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
ড.হাকিম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া